খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
খালেদার গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। এ সময় তারা খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিজ্ঞাপন
মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নুসরাত এলাহী রিজভী, যুগ্ম সম্পাদক সাদরেজ্জামান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজোওয়ানুল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন লোবান, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, উত্তরের যুগ্ম সম্পাদক মুসাব্বির, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক ডা. জাহেদুল কবির, কেন্দ্রীয় নেতা মুকুল, আমিনুল ইসলাম মহসিন, জেড আই কামাল প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৬ সালের দায়ের করা মানহানি মামলায় নড়াইলের একটি আদালতে গতকাল (বুধবার) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারের বন্য আক্রোশের কারসাজিতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের বহুল আলোচিত আদালত। দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনার মধ্য দিয়ে বর্তমান বিনা ভোটের প্রধানমন্ত্রী তার জিঘাংসা পূরণের মুখোশ আরও একবার উন্মোচিত করলেন।
এএইচআর/এমএইচএস