ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না
আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, তৃণমূলে নেতা-কর্মীরা হচ্ছে সংগঠনের প্রাণ, তৃণমূলের নেতা-কর্মীরা বিশ্বস্ত। শেখ হাসিনার বিশ্বাস রয়েছে এই তৃণমূলের ওপর। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।
তিনি আরও বলেন, জন্মলগ্ন থেকে তৃণমূলের নেতারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে ইতিহাসের বাঁকে বাঁকে নানা সমস্যা, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অতিক্রম করেছে আ.লীগ। অনেক নেতা দ্বিধান্বিত ও বিচলিত হয়েছেন, অনেক নেতা দল ত্যাগ করেছেন, মূল নেতৃত্বের সঙ্গে বেইমানি করেছেন। কিন্ত তৃণমূল কখনও বেইমানি করেনি।
বিজ্ঞাপন
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তৃণমূলের ঐক্যের কারণে শেখ হাসিনা অতীতে বহু বিপদ সঙ্কুল পথ পেরিয়েছে। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। তৃণমূলের নেতা-কর্মীদের অহেতুক সমালোচনা করবেন না। দল-নৌকা আমাদের, নৌকাকে জিততেই হবে। শেখ হাসিনা মানে উন্নয়ন, অগ্রগতি, শেখ হাসিনা থাকলেই দেশ ভাল থাকবে।
বিজ্ঞাপন
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যে আটটি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে তারা তাদের প্রতিবেদন দাখিল করে।
সভায় জানানো হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন যে সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সম্মেলন হচ্ছে সেগুলো জুলাই পর্যন্ত চলমান থাকবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হবে বলেও সভায় জানানো হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রফেসর ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী প্রমুখ।
কেএম/এনএফ