আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদের নামাজ আদায় করতে পারায় দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

রোববার (১০ জুলাই) সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতু চালুতে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ফেরিঘাটে দীর্ঘ ভোগান্তির কারণেই বিগত ঈদে সময় মতো বাড়ি ফিরতে না পারায় আনন্দ মাটি হয়ে যেত। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ঈদে সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারাটা বাড়তি আনন্দ।

তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের মাস। সেই ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এসএসএইচ