বিএনপি-জামায়াত-রাজনৈতিক মোল্লারা পাকিস্তানের পক্ষে প্রক্সি যোদ্ধা হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে যে পাকিস্তান যাত্রা শুরু হয়েছিল সেই পাকিস্তান যাত্রা থেকে বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখার জন্যই ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল তাহেরের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জেনারেল জিয়া সিপাহী-জনতার অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তান যাত্রা অব্যাহত রাখে এবং জিয়া পাকিস্তানের প্রক্সি যোদ্ধা হিসাবে কাজ শুরু করেন।

ইনু বলেন, দুর্ভাগ্যক্রমে এখনো বিএনপি-জামায়াত-রাজনৈতিক মোল্লারা পাকিস্তানের পক্ষে প্রক্সি যোদ্ধা হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে। বাংলাদেশের চির শত্রু পাকিস্তানের এ প্রক্সি যোদ্ধারা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যতই কান্না কাটি করুক তাদের আসল এজেন্ডা দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অসাংবিধানিক সরকার আনা ও বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করা।

শহীদ কর্নেল তাহেরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে। কিন্তু বিপ্লবী চেতনাকে হত্যা করা যায় না। এ বাংলাদেশেই অসংখ্য কর্নেল তাহেরের জন্ম হবে।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, জিয়ার সামরিক শাসন আমলে কর্নেল তাহেরসহ প্রহসনমূলক বিচারে শতশত সিপাহী এবং অফিসারদের হত্যা করা হয়েছে।

সভায় আরও উপস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সরকার পক্ষের কৌশলীদের অন্যতম প্রধান সমন্বয়কারী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম কে রহমান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম প্রমুখ।

এইউএ/এসকেডি