সাম্রাজ্যবাদী ন্যাটোর বিলুপ্তি দাবি সমাজতান্ত্রিক ফ্রন্টের
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন বলেছেন, পূর্ব থেকে পশ্চিম সমগ্র বিশ্বের জনগণ আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ইউরোপ, আমেরিকা ও ন্যাটো দায়ী। আমরা অবিলম্বে সাম্রাজ্যবাদী ন্যাটোর বিলুপ্তি দাবি করছি।
শুক্রবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত শ্রীলঙ্কার জনগণের সঙ্গে সংহতি জানিয়ে পথ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, জনগণের যে দাবি তা পূরণ না হলে জনগণ রাস্তায় নেমে আসবে। কোনো রাষ্ট্রপতি ভবন আস্ত রাখবে না। কোন ধরনের ছলচাতুরী না করে উন্নয়নের ভুয়া প্রতিধ্বনি না দিয়ে জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দিন। আমাদের স্লোগান হলো ৯৫ বনাম ৫ লড়াই করে বাঁচ।
উপস্থিত বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। শ্রীলঙ্কা তাদের জুলুমবাজ রাষ্ট্রপতিকে তাড়িয়েছে। আমরা তাদের বীরত্বপূর্ণ ভূমিকার সাথে একাত্মতা পোষণ করছি। এ ধরনের জুলমের বিরুদ্ধে দুনিয়ার জনগণ এমন প্রতিরোধ গড়ে তুলবেন। শ্রীলঙ্কা পৃথিবীতে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। লিবারেল ডেমোক্রেসির যুগ শেষ জনগণের যুগ শুরু।
বিজ্ঞাপন
স্বাধীনতা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, গরিব মুক্তি আন্দোলনের সভাপতি সামছুজ্জামান মিলন, বাগপার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক নেতা আব্দুল আলী, আব্দুল মোনেম প্রমুখ নেতৃবৃন্দ।
আইবি/এসকেডি