'ইসি সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত'
জেএসডি’র মনোগ্রাম
নির্বাচন কমিশন (ইসি) জনগণের ভোটাধিকার প্রশ্নে সংবিধানিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য পালন না করে সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
সোমবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার। ওই বিবৃতিতে বলা হয়, ইসি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বধ্যভূমিতে পরিণত করেছে। তারা নির্বাচনী ব্যবস্থাকে বড় ধরনের কৌতুকে রূপান্তর করেছে।
জেএসডির এই দুই নেতা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার আমাদের মুক্তিযুদ্ধের অর্জন। এগুলোকে কোনোভাবেই ধ্বংস করা যায় না। এই নির্বাচন কমিশন রক্তরঞ্জিত বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের উত্থাপন করা অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন জেএসডি সভাপতি ও সাধারণ সম্পাদক।
তারা বলেন, নির্বাচন কমিশন প্রশ্নে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে যে চিঠি দিয়েছেন তা পুরো জাতির বিবেকের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। বিবেক বিক্রির প্রতিযোগিতার মধ্যেও ৪২ জন বিশিষ্ট নাগরিক বিবেকের যে বার্তা নিয়ে জাতির সামনে হাজির হয়েছেন তা গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে আলোকবর্তিকা হিসাবে ভূমিকা রাখবে।
এএইচআর/এসআরএস
বিজ্ঞাপন