ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও তার স্ত্রী লুৎফুন্নেছা খান বিউটি। তারা করোনাভাইরাসে আক্রান্ত।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে এই তথ্য জানান পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

তিনি জানান, গত ১২ আগস্ট (শুক্রবার) রাশেদ খান মেননের করোনা শনাক্ত হয়। ওইদিন দুপুরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ বিকেলে তার স্ত্রীর করোনা শনাক্ত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাসপাতালের অধ্যক্ষ ডা. টিটো মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

দেশে করোনার সবশেষ চিত্র

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১২ জনে অপরিবর্তিত থাকল।

এ সময়ের মধ্যে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনে।

এএইচআর/জেডএস