করোনার টিকা নিচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে এই টিকা নিয়েছেন তিনি। 

টিকা নিয়ে রওশন এরশাদ বলেন, টিকাটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে টিকা দেওয়া হচ্ছে। সকলেরই এই টিকা নেওয়া জরুরি। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

টিকাদান কর্মসূচি শুরুর পর দেশে এ পর্যন্ত ২৬ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৬৯ জনের। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন। এদের মধ্যে ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন পুরুষ এবং ৯ হাজার ২৬ হাজার ৯০৬ জন নারী রয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ জন।

এইউএ/এনএফ