পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।

তিনি বলেন, তারা শুধু হত্যাকাণ্ড ঘটিয়েই থামেনি, সবকিছুতে পাকিস্তানি ব্যবস্থায় দেশ চালাতে শুরু করে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল।‌ সেই সঙ্গে বই পুস্তক থেকেও মুছে ফেলা হয়েছিল জাতির পিতাকে।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বিএনপির অনেকের মধ্যে রয়েছে রাজাকারের রক্ত। তারা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাইবে না এটাই স্বাভাবিক। 

গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেজবাহ কামাল বলেন, স্বাধীনতাবিরোধীরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তার হত্যার পর যেভাবে দেশ চালানো হয়েছিল এতে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি কর্নেল শওকত আলীর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।

আইবি/এমএ