‘কাউকে বাদ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল হবে না’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম বলেছেন, দেশের গণতন্ত্রকামী দলগুলোকে গণতন্ত্র পুনরুদ্ধারে কী করা প্রয়োজন সেটি চিন্তা করতে হবে। গত ১৪ বছরে বিরোধীরা করিয়া ভেবেছে। ভেবে করেনি। কাউকে বাদ দিয়ে এ আন্দোলন সফল হবে না। আগ্রহী সব দলের সঙ্গে মতবিনিময় করে সিদ্ধান্ত নিতে হবে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে যুব জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, যেই অনুভূতি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম সেই অনুভূতি থেকে অনেক দূরে সরে আসছি আমরা। সেই লক্ষ্য আমাদের উদ্ধার করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ দেখতে হবে। বর্তমান সরকার আমদানি সরকার কিনা তা আমরা জানি না। তবে আমরা জনগণের সরকার চাই।
তিনি আরও বলেন, রাজনীতিতে আমরা গৃহপালিত বিরোধীদল ও জাতীয় বেইমান চাই না। আমরা কোনো প্রতিবেশী দেশের সিদ্ধান্ত মানতে চাই না। আমরা জনগণের সিদ্ধান্তে চলতে চাই।
বিজ্ঞাপন
সৈয়দ ইবরাহীম বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণ নয় বরং প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীল। এই সরকার জনগণের সরকার না। জনগণের অধিকার আদায় ও বর্তমান রাজনৈতিক সরকারের অপসারণে আন্দোলন করতে হবে। বিরোধীদলগুলোকে সবার সঙ্গে সমন্বয় করে এ আন্দোলন পরিচালনা করতে হবে।
আলোচনা সভায় যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ব্যারিস্টার তাসমীয়া প্রধান, জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম, অধ্যাপক ইকবাল হোসেন, রাশেদ প্রধান, ক্বারী আবু তাহের প্রমুখ।
আইবি/এমএ