পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। কিন্তু স্কাউট মার্কেটের সামনে রাস্তায় যেতেই আটকে দেয় পুলিশ।

এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে মহিলা দলের নেতাকর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের অনড় অবস্থানের কারণে তারা সফল হননি। 

মহিলা দলের পূর্ব ঘোষণা অনুযায়ী নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে নাইট এঙ্গেলের মোড় ঘুরে আবার পল্টনে এসে শেষ হওয়ার কথা ছিল।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান বক্তব্য রাখেন। 

র‌্যালিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

এএইচআর/এসকেডি