পুলিশ আ.লীগের নেতা-কর্মীদের পক্ষ নিয়েছে : আমান
পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
তিনি বলেন, মিরপুর জোনের ডিসির সঙ্গে আমি কথা বলেছি। তিনি আজ দুপুরে অনুমতি দিয়েছেন। যখন আমাদের নেতা-কর্মীরা সমাবেশে আসতেছে, তখনই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। বিএনপি প্রতিরোধ গড়ে তোলে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা যখন পিছু হটে, ঠিক সেই সময় পুলিশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষ নেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মিরপুরে বিএনপি-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের-৬ রোডের মুকুল ফৌজ মাঠের পাশে পুলিশের সঙ্গে কথা শেষ করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আমান উল্লাহ বলেন, পুলিশ বিএনপির নেতা-কর্মীরা যেদিক থেকে আসছে, সেদিকেই টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা ডিসিকে আগেই বলেছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব।
‘কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আমান বলেন, আমরা যে কর্মসূচি শুরু করেছি। এটা চলবে। আজকেও বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। যেকোনো বাধা আমরা প্রতিহত করব।’
বিএনপি নেতা-কর্মীরা আগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে এমন অভিযোগের বিষয়ে আমানউল্লাহ বলেন, বিএনপি এখানে কোনো হামলা করেনি। পরিকল্পিতভাবে পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিএনপির ওপর হামলা চালিয়েছে।
এএইচআর/এমএ