রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় হাজারীবাগের টালি অফিস রোডে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের নেতাকর্মীরা আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাজারীবাগে পূর্বঘোষিত সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে যাওয়ার সময় টালি রোডে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি শান্ত হয়।

তবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ যাওয়ার সময় লাঠি হাতে যাচ্ছিলেন। আমরা যতটুকু পেরেছি তাদের হাত থেকে লাঠি রেখে দিয়েছি।

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীর নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ ডাকে বিএনপি। এর অংশ হিসেবেই আজ (সোমবার) হাজারীবাগে এ সমাবেশের আয়োজন করে দলটি।

এমএসি/আরএইচ