বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি গঠন
মীর মোফাজ্জল হোসেন মোশতাককে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ১৫ জনকে সদস্য করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুুপুরে কমিটি গঠনের বিষয়টি জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিজ্ঞাপন
কমিটির সদস্যরা হলেন- আকবর খান, কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মো. রিয়েল, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম কাঞ্চন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ হেলালউদ্দিন। পরে বাকি ছয় জনকে কমিটিতে কো-অপ্ট করা হবে।
সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, এক প্রস্তাবে আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর পার্টির দশম জাতীয় সম্মেলন (কংগ্রেস) সফল করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এএইচআর/জেডএস