জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেছেন, দেশে যে বিদ্যুৎ-সংকট চলছে, ধারণা করা হচ্ছে এ সংকট গভীর থেকে গভীরতর হবে।

তিনি বলেন, চলমান বিদ্যুৎ-সংকটের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ আসছে গণমাধ্যমে। এর মধ্যে সার উৎপাদন কমানো হয়েছে। অচিরেই দেশে খাদ্যসংকট দেখা দিতে পারে।

বুধবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার অধিকার পার্টি আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, সরকারের বিভিন্ন মহল উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার দামের ঊর্ধ্বমুখিতাকে দায়ী করছে। মূলত এ পরিস্থিতির জন্য সরকারের লোকজনের দুর্নীতি-লুটপাট, ভুল নীতি ও অব্যবস্থাপনা দায়ী।

পার্টির এই নেতা বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার স্বার্থে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও সভা-সমাবেশ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে যে সুযোগ-সুবিধা পায়, বিরোধী রাজনৈতিক দলগুলোর তা পাওয়ার অধিকার রয়েছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে আর কোনো অহেতুক মামলা দায়ের ও গ্রেপ্তার নয়।

তিনি বলেন, উন্নয়নের ফলে তেল এখন ১৩০ টাকা, ডিম ১৪ টাকা পিস। জনগণ কী খায় এসে দেখুন। আমরা চাই না আমাদের দেশ শ্রীলঙ্কার দিকে যাক। আমরা চাই আমাদের দেশ ইউরোপ, আমেরিকার মতো হোক। এখনকার যে পরিস্থিতি, তার চেয়ে ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের। দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আমির হোসেন প্রমুখ।

এমএইচএন/আরএইচ