‘রওশন ও সাদকে বহিষ্কারের হুমকি দিলে প্রতিহত করা হবে’
বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও সাদ এরশাদকে বহিষ্কারের হুমকি দিলে রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১০ম জাতীয় সম্মেলনের যুগ্ম আহ্বায়ক ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।
তিনি বলেন, হুমকি দিয়ে আগামী ২৬ নভেম্বরের সম্মেলন বানচালের চক্রান্ত চলছে। সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির অস্থায়ী কার্যালয়ে রওশন এরশাদের আগমনে সংবর্ধনা আয়োজনে করণীয় বিষয়ে এক জরুরি সভায় এসব কথা বলেন তিনি।
কাজী মামুনুর রশীদ বলেন, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু এরশাদ যদি লাখ লাখ নেতাকর্মীর আদর্শিক পিতা হন, তাহলে সেই সব সন্তানের মা বেগম রওশন এরশাদ। যারা লোক দেখানো পিতাকে সম্মান করেন, অথচ মাতাকে স্বীকার করেন না, সামাজিকভাবে তাদের কী নামে ডাকা হয়, তা আমরা সবাই জানি।
বিজ্ঞাপন
মামুন আরও বলেন, আজ যারা রওশন এরশাদের সম্মেলন ডাকার এখতিয়ার নেই বলে হুমকি ধমকি দিচ্ছেন, তাদের কাছে প্রশ্ন ২০১৪ সালে রওশন এরশাদের নেতৃত্বে আপনারা এমপি-মন্ত্রী হলেন, তখন এখতিয়ার কোথায় ছিল?
তিনি বলেন, মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যুগে যুগে। তখন আপনার ইতিহাসে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।
জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।
এএইচআর/এসকেডি