স্পিকারের আশ্বাসে সংসদে যাবে জাপা
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে তারা সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন বলে জানিয়েছেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের। সোমবার এক নির্দেশনায় তিনি পার্টির সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দেন।
জি এম কাদের ঢাকা পোস্টকে বলেন, যে সমস্যার কারণে আমরা সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তা সমাধান করার আশ্বাস দিয়েছেন স্পিকার। কাজেই তার আশ্বাসের ওপর আস্থা রেখে সংসদে যাব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সমস্যা তৈরি করা আমাদের কাজ নয়। আমরা সমস্যার সমাধান চেয়েছিলাম। আশা করছি সমস্যার কার্যকর সমাধান হবে।
এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, রোববার বিকেলে বিরোধীদলীয় উপ-নেতার কার্যালয়ে জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্ব সম্মতিক্রমে সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
এএইচআর/আরএইচ