জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। আর এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এবং সাধারণ সম্পাদক সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আহমেদ।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলানায়তনে সংগঠনটির সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটের সরাসরি সমর্থনে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম প্রমুখ।

এএইচআর/এসএম