তরুণদের জন্য শেখ হাসিনা রোল মডেল হতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার (৭ মার্চ) খুলনা জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ভার্চুয়ালি এ সমাবেশে যুক্ত হন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল রাজনীতিকের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবার এদেশে সততা, মেধা ও সাহসের প্রতীক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তরুণদের জন্য রোল মডেল হতে পারেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার দীপশিখা। এ ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে ভার্চুয়ালি ও সরাসরি উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সালাম মুর্শেদী প্রমুখ।‌

এইউএ/আরএইচ