রাজধানীর নাইটিংগেল মোড় থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরফরাজ রয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নাইটিংগেল মোড় থেকে নয়াপল্টন যাওয়ার পথে তাদের আটক করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা দলের দুইজন সদস্য ও কয়েকজন বিএনপিকর্মী নাইটিংগেল মোড় থেকে বিএনপি কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে আসলে পুলিশের বাধার মুখে পড়েন। এসময় তারা মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। স্লোগান দেওয়ার সময় এদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ।

জানা গেছে, বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরফরাজসহ আটক বাকি দুজন হলেন—আল-আমিন ও নাজমুল।

আটক করে নিয়ে যাওয়ার সময় আল-আমিন সাংবাদিকদের জানান, তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করেছে।

এদিকে আটক নাজমুলের দাবি, তার বাড়ি ময়মনসিংহে। তিনি ঢাকায় তার ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। নাইটিংগেল মোড় দিয়ে যাওয়ার সময় তিনি পুলিশকে দেখে দৌড় দেন। এ কারণে পুলিশ তাকে আটক করে নিয়ে যাচ্ছে।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, আটকরা সবাই বিএনপি নেতাকর্মী। তারা নাইটিংগেল মোড় হয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা ঘটাতে এসেছিল, এজন্য তাদের আটক করা হয়েছে।

এমএসি/কেএ