নানা আলোচনা-সমালোচনার পর ডিএমপির জুড়ে দেওয়া ২৬টি শর্ত মেনে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি৷ শেষ মুহূর্তে সমাবেশের অনুমতি পেয়ে সমাবেশস্থল সাজাতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা৷ প্রস্তুতির অংশ হিসেবে মাঠের চারপাশে বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার ও ফেস্টুন লাগাতে দেখা গেছে তাদের৷সমানতালে চলছে মঞ্চ তৈরির কাজও।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাপবাগ মাঠের চারপাশ এবং আশেপাশের এলাকাগুলোতে ব্যানার ও ফেস্টুন লাগাতে দেখা গেছে৷

সরেজমিন দেখা গেছে, সমাবেশের অনুমতি পাওয়ার পর থেকেই দলে দলে বিএনপি নেতাকর্মীরা এ মাঠে আসতে শুরু করেন। এমনকি সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠে রাজধানীর এই মাঠটি। পরে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরাও তাদের ব্যানার-ফেস্টুন লাগিয়ে দেন৷

দেশের বিভিন্ন জেলা শহর থেকে সমাবেশে আসা একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশে যোগ দিতে কয়েকদিন আগে থেকেই তারা ঢাকায় প্রবেশ করেছেন। নানা চড়াই উতরাই পার করার পরেও সমাবেশস্থল নির্ধারিত হওয়াতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা৷

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে যারা শরীক হতে যান তাদের সবাইকে আগামীকালের সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সেই সঙ্গে ঢাকাবাসীকেও সমাবেশে যোগ দেওয়া আহ্বান জানিয়েছে তিনি।

বিএনপির শীর্ষ এই নেতা জানিয়েছেন, শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হবে বেলা ১১টায়। এই সমাবেশ থেকে দলের পক্ষ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে।

এমএম/এসকেডি