বিএনপির সমাবেশ শেষ হতেই রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদের মিছিলে ধাওয়া করেছে পল্টন থানা ছাত্রলীগ।

শনিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস নি‌য়ে গণঅধিকার পরিষদ তা‌দের কার্যালয় থেকে এক‌টি র‌্যা‌লি বের ক‌রে। বিকেল পৌনে ৪টার দিকে র‍্যালিটি বিজয় নগর এলাকায় আস‌তেই নাইটি‌ঙ্গেল মো‌ড়ে থাকা ছাত্রলীগ কর্মীরা লা‌ঠি‌সোটা নি‌য়ে তা‌দের ধাওয়া ক‌রে।

জানা যায়, গণঅধিকার পরিষদের ব্যানারে মিছিলটি বিজয়নগর থে‌কে পল্টন মো‌ড়ের দি‌কে আসছিল। এসময় র‍্যালিটি বিজয়নগর পানির টাংকি অতিক্রম করে সামনে আসার চেষ্টা করলে নাইটি‌ঙ্গেল মো‌ড়ে থাকা পল্টন থানা ছাত্রলীগের কর্মীরা তা‌দের ধাওয়া করে। এসময় গণঅধিকার পরিষদের র‌্যা‌লিতে থাকা কর্মীরা পা‌লি‌য়ে যায়।

গণঅধিকার পরিষদের র‍্যালিতে ধাওয়া ক‌রে ছাত্রলীগ কর্মীরা বিজয়নগর প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মো‌ড়ে ফি‌রে আসে। এসময় তারা ‘পল্টনের মাটি শেখ হাসিনা ঘাটি’, ‘শিক্ষা-শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি’ ইত্যাদি স্লোগান দেয়।

বর্তমা‌নে পল্ট‌নে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি পল্টন এলাকায় ছোট ছোট ইউনিটে আওয়ামী লীগের নেতাকর্মীদের টহল অব্যাহত রয়েছে।

এনআই/এসএসএইচ/