১০ ডিসেম্বরের সমাবেশ মঞ্চে ইশরাক/ ফাইল ছবি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে বিস্ফোরক আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে সমাবেশে ইশরাক

থানা সূত্রে জানা যায়, ইশরাক ছাড়া এই মামলায় বিএনপির আরও নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য
আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভেল শিকদার, বিএনপি নেতা মো. জামসেদুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল হাসান হবি, বিএনপি নেতা শুভ হাসান বাবু, মো. কাউসার খান।

আরও জানা যায়, মামলায় ইশরাকের বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পুলিশের কাজে বাধা দেওয়া, বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ইশরাকসহ মামলায় বিএনপির আরও নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার বিষয়ে আমাদের তদন্ত চলছে।

এমএসি/জেডএস