আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। একইদিন বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টায়‌ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির উদ্যোগে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ওইদিন সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতিহা পাঠ করা হবে। মাজারে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

একইদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি বের করা হবে।

এএইচআর/কেএ