বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শেষ হয়নি : শেখ সেলিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শেষ হয়নি, তারা পাগল হয়ে গেছে। পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চাইছে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নস্যাৎ করতে চায় তারা। তাদের মোকাবিলা করতে হবে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
শেখ ফজলুল করিম সেলিম বলেন, কারও উপদেশ দেওয়া লাগবে না আমাদের, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। ষড়যন্ত্র করতে দেবো না, কঠোর ভাষায় কথা বলতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। ওরা ষড়যন্ত্র করতে পারে, বিভ্রান্ত হওয়া যাবে না। বিজয়ের মাসে কারও কাছে আওয়ামী লীগ পরাজিত হবে না।
এমএসআই/এমএ
বিজ্ঞাপন