সভানেত্রীর সিদ্ধান্তের দিকে চোখ তৃণমূল নেতাদের
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন চলছে। কেন্দ্রীয় কমিটিতে কারা আসছেন তা নিয়ে আগ্রহী দলটির তৃণমূলের নেতা-কর্মীরা। তবে, দলের সভাপতি যে সিদ্ধান্ত দেবেন তা নিয়ে সন্তুষ্ট থাকবেন বলে জানান তারা।
শনিবার (২৪ ডিসেম্বর) জাতীয় সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট। দল ও নেতৃত্ব নিয়ে তারা নিজেদের ভাবনার কথা জানান।
বিজ্ঞাপন
ফরিদপুর থেকে আসা আওয়ামী লীগ নেতা শরীফুল আহমেদ বলেন, আশা করছি দলের সভাপতি শেখ হাসিনা বরাবরের মতো এবারও যোগ্যতাসম্পন্ন নেতাদের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দেবেন। যাদের নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাবে।
সিলেট থেকে আসা ছাত্রলীগকর্মী মাহবুব মোল্লা বলেন, আমাদের বিশ্বাস সভানেত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে যোগ্য লোককে বেছে নেবেন। আমরা তাতেই ভরসা করব।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় কমিটিতে কী ধরনের পরিবর্তন আশা করছেন জানতে চাইলে তিনি বলেন, সম্মেলন শেষে তো তা দেখা যাবে। তবে যাকেই কমিটিতে আনুক না কেন, আমরা সব কিছুতেই খুশি।
নোয়াখালীর কবিরহাট উপজেলার রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে সিরাজুল্লাহ বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ সময় দলের সভাপতি যাকে যোগ্য মনে করবেন তাকেই আবারও দ্বায়িত্ব দেবেন। তবে নতুন কমিটিতে যেই আসুক আমাদের তৃণমূলের নেতা-কর্মীদের দায়িত্ব অনেক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন কমিটির নেতৃত্বে তৃণমূলকে নিয়ে একসঙ্গে কাজ করব।
ওএফএ/এমএ/জেএস