বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে পার্টির মনোনয়ন বোর্ড কর্তৃক বাছাই করা প্রার্থীর নাম ঘোষণা করা হয়। 

জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া চার প্রার্থী হলেন, হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), মো. নূরুল ইসলাম ওমর (বগুড়া -০৬), শাহীন মোস্তফা কামাল (বগুড়া-৪), মো. রেজাউল ইসলাম ভূইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২)।

বিষয়টি নিশ্চিত করে পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, মনোনয়ন বোর্ড কর্তৃক চারটি আসনের জন্য চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ছয় এমপি। এর মধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র ওই দিন গৃহীত হয়নি। পদত্যাগের কারণে অন্য ৬ জনের আসন শূন্য ঘোষণা করা হয়। বাকি ৫ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এএইচআর/এসকেডি