আবারও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল হক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ১০ম কংগ্রেস শেষে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

সাইফুল হক জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক হিসাবে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে সাত সদস্যবিশিষ্ট রাজনৈতিক পরিষদ ও ১৪ জন কেন্দ্রীয় সংগঠকও নির্বাচিত করা হয়েছে।

৬ জানুয়ারি উদ্বোধনী সমাবেশ, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ কংগ্রেস শুরু হয়েছিল।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি অন্য সদস্যরা হলেন, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান  টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, এপোলো জামালী, রাশিদা বেগম, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আহমেদ, সজীব সরকার রতন, মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম শাহজাহান, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, শহীদুজ্জামান লাল মিয়া, জসিমউদ্দিন রাঢ়ী, শেখ মোহাম্মদ শিমুল। এতে বিকল্প সদস্য হিসেবে রাখা হয়েছে দুজনকে। তারা হলেন, শাহীন আলম, মীর রেজাউল আলম।

রাজনৈতিক পরিষদের সদস্যরা হলেন, সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক  ও মাহমুদ হোসেন।

কেন্দ্রীয় সংগঠক হলেন, রহিমা খাতুন, আবু লাহাব লাইসুদ্দিন, জুঁই চাকমা,আকরাম হোসেন ইমরান হোসেন, ডা. মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, নাসির হোসেন, মুক্তা ইসলাম, নীলুফার ইয়াসমিন, প্রদীপ রায়,সাবিনা ইয়াসমিন, ডা. মুনসুর রহমান ও আইয়ুব আলী।

এএইচআর/এসকেডি