পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে। 

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার (কাজল)।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী পাপ্পু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মহসীন সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কর্নেল সালাউল্লাহ খান, ড. ইব্রাহিম খলিল সেরাজুল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, এএসপি ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপি, স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমুখ।

আনোয়ারুল হক/এমএ