আ.লীগের উদ্যোগে সংস্কৃতিসেবীদের মিলনমেলা সোমবার
আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সংস্কৃতিসেবীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান।
বিজ্ঞাপন
এমএসআই/জেডএস