একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে শুরু হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন।

আরো পড়ুন >> রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে মসিউর রহমান-শিরীন শারমিন

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে সংসদীয় দলের বৈঠক করার শিডিউল নির্ধারিত ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের। এ বৈঠকেই সিদ্ধান্ত হবে আগামী দিনে কে হবেন বঙ্গভবনের বাসিন্দা।

এদিকে এখন পর্যন্ত সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে বঙ্গবভনের বাসিন্দা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ দুজনের মধ্যে আবার এগিয়ে আছেন মসিউর রহমান। 

এমএসআই/এফকে