ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে লেখকের আশীর্বাদ সম্পন্ন হয়েছে। 

ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখকের আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করেছেন।

কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘১২ বছরের অপেক্ষার অবসান। দাদার আশীর্বাদ সম্পন্ন। সকলের আশীর্বাদে থাকবেন দাদা! অনাগত দিন সুন্দর আর সুখের হোক’।

জানা গেছে, কনের নাম দীপা বিশ্বাস। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। এখন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন দীপা। আগামী ১৭ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদ, ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে হবে বিয়ে এবং ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে লেখক ভট্টাচার্যের আশীর্বাদের বেশ কয়েকটি ছবি। এসব ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

২০১৯ সালের সেপ্টেম্বরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান লেখক ভট্টাচার্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। যশোরের মনিরামপুরের ছেলে লেখক ওই এলাকার এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাতিজা।

এর আগে গত ১৩ জানুয়ারি বিয়ে করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। তার স্ত্রীর নাম কাকন ভূঁইয়া। কাকন রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

এইচআর/এমজে