ইকবাল হাসান মাহমুদ টুকু/ ফাইল ছবি

আওয়ামী লীগ পথ হারিয়ে বিএনপির পায়ে-পায়ে হাঁটছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এটাই হলো এখন আওয়ামী লীগের রাজনীতি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আসাদগেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে টুকু বলেন, আওয়ামী লীগ পথ হারিয়ে বিএনপির পায়ে পায়ে হাঁটছে। জনসমর্থন যখন শূন্যের কোঠায়, তখন পুলিশের মাধ্যমে হুমকি-ধমকি প্রদানই আওয়ামী লীগের একমাত্র শক্তি। বিএনপির কোনো কর্মসূচির আগে পুলিশ দিয়ে কর্মী গ্রেপ্তার করে ত্রাস সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ অপরাজনীতি করছে। দেশের মানুষ ভালো করেই জানে। বিরোধী দল প্রোগ্রাম করবে, কিন্তু তারা পাল্টা প্রোগ্রাম দিয়ে দমন করার চেষ্টা করছে। অতীতে অনেকেই এমন দমন চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি, তাদের পতন অনিবার্য হয়েছে। শেষ রক্ষা হবে না, তাদের পতনও অনিবার্য। 
 
এএইচআর/এসকেডি