শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপার) মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান। 

তিনি জানান, সোমবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

ফায়িজ উল্যাহ শিপন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে রায়পুর সরকারি কলেজ সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন তিনি।

এএইচআর/আরএইচ