ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আওয়ামী লীগ
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে এসেছেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় নেতারা ‘আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে থাকেন। এসময় তারা খালি পায়ে শহীদ বেদীতে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
টিআই/এসএম