বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
“কংগ্রেসের মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি” এই স্লোগান নিয়ে ২০১৩ সালের ৪ মার্চ প্রতিষ্ঠা লাভ করে দলটি। নিবন্ধনের সব শর্ত পূরণ করায় উচ্চ আদালতের নির্দেশে ২০১৯ সালের ৯ মে বাংলাদেশ নির্বাচন কমিশনে দলটি নিবন্ধন পায়।
দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিবন্ধনের পর অনেকগুলো সংসদীয় আসনের উপ-নির্বাচন ও স্থানীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীক ‘ডাব’ নিয়ে অংশগ্রহণ করে বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেস রাজনৈতিক দলের নিবন্ধন আইন এবং দেশের নির্বাচন ব্যবস্থার সংষ্কারে আন্দোলনে নামে। রাজনৈতিক দলের নিবন্ধন আইন এবং দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক অভিহিত করে বাংলাদেশ কংগ্রেস “নির্বাচন কমিশন আইন”-এর খসড়া প্রণয়ন করে সরকার ও নির্বাচন কমিশনকে অনুরোধ করে রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করতে এবং একটি স্থায়ী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে। কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে দলটি যার ফলশ্রুতিতে “প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২” প্রণয়ন করে সরকার।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ কংগ্রেস সব ধরনের নির্বাচনে ইভিএম-এর পরিবর্তে ব্যালটে ভোট গ্রহনের প্রতি গুরুত্বারোপ করে এবং ইভিএম-এ প্রিন্টিং অপশন চালু করে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান নিশ্চিত হতে পদ্ধতি প্রণয়নের অনুরোধ করে আসছে।
ইয়ারুল ইসলাম বলেন, রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়। দেশের প্রায় চল্লিশটি জেলা ও দেড় শতাধিক উপজেলায় দলের কমিটি ছাড়াও অসংখ্য ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে রয়েছে দলের সক্রিয় কমিটি ও কার্যক্রম। তবে বাংলাদেশ কংগ্রেস এখনও কোনো জোটভুক্ত হয়নি। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে যেকোনো জোটভুক্ত হয়ে বা এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় দলটি।
বিজ্ঞাপন
আগামী ১০ মার্চ শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং তৃতীয় ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল করবে বাংলাদেশ কংগ্রেস।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবে দলটি।
এমএইচডি/এনএফ