জন্মদিনে ঢাবি ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন
নিজের জন্মদিনে পথশিশুদের জন্য খাবার আয়োজন ও তাদের সঙ্গে বসেই ইফতার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান।
রোববার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ ব্যতিক্রমী আয়োজন করেন তিনি। ৫০ জনের মতো সুবিধাবঞ্চিত শিশু এতে অংশ নেন। জন্মদিন উদযাপন উপলক্ষে তাদের নিয়ে কেকও কেটেছেন ঢাবি ছাত্রদলের এই নেতা। এছাড়া ইফতারে ঢাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফারহান আরিফ বলেন, জন্মদিন আমাদের জীবনে যেমন একটি আনন্দের উপলক্ষ্য, তেমনই এটি আমাদের জন্য শিক্ষা ও অনুধাবনের। যাপিত জীবনে আমরা যখন আনন্দ উদযাপন করছি, তখন আমাদেরই আশপাশে অনেকের জীবনে এই আনন্দটুকু নেই।
বিজ্ঞাপন
তিনি বলেন, সাম্প্রতিককালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে এক ধরনের নীরব দুর্ভিক্ষ চলছে। ঢাবি এলাকায় এই অস্থির সময়ে আমাদের আশপাশে অসংখ্য ছিন্নমূল পথশিশুদের পদচারণা রয়েছে। আমরা খুব কাছ থেকেই এদের সুখ-দুঃখের ভাগীদার। তাই প্রতিবারের মতো এবারও আমি চেষ্টা করেছি, আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তকে এসব অসহায় ছিন্নমূল শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে। আমি চাই, আমাদের আনন্দ সকলের মাঝে বিরাজমান থাকুক।
এইচআর/ওএফ