ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফীর উদ্যোগে ২ হাজার গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে গরুর মাংস, পোলাউয়ের চাল ও সয়াবিন তেল।

আজ রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজারে নিজ কার্যালয়ের সামনে এই উপহার বিতরণ করেন তিনি।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। 

তিনি বলেন, আপনারা দেখেছেন অন্যসব জায়গায় ইফতার সামগ্রী, ত্রাণ সামগ্রীসহ যাবতীয় জিনিসপত্রাদি বিতরণ করা হয়। এক্ষেত্রে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গরু জবাই দিয়েছেন কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী এবং জবাই করা গরুর মাংসই আপনাদের মাঝে বিতরণ করছেন। যা ব্যয়বহুল বিষয়। তবুও তিনি সেটা করছেন আপনাদের ভালোবেসে। এছাড়া মাংসের সাথে চাল, তেলও দিচ্ছেন। 

৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী বলেন, একটা ওয়ার্ডের অভিভাবক কাউন্সিলর,  আর কাউন্সিলর হলেও আমার অভিভাবক আপনারা। কারণ এ এলাকাতেই আমার বেড়ে ওঠা। এখানে কেউ আমাকে তুই করে বলেন, কেউ তুমি। আপনাদের সাথে আমার সম্পর্কটা আত্মিক। যে কারণে ব্যয়বহুল হলেও ৩৪০০ পরিবারের মাঝে আমি ১৭০০ পরিবারকে এ আয়োজনের আওতায় নিয়ে এসেছি।  

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ওয়ারী থানা আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলু সহ স্হানীয় নেতৃবৃন্দ।  

এমএসআই/এনএফ