সংগৃহীত ছবি

কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে মঙ্গলবার (২৫ এপ্রিল)। ওইদিন সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হবে। সেখান থেকে তার মরদেহের শেষকৃত্য সম্পন্নের জন্য নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে। 

আর সোমবার (২৪ এপ্রিল) রাতে তার মরদেহ থাকবে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে।

আরও পড়ুন >> প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষীয়াণ রাজনীতিক প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের মরদেহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

এর আগে রোববার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্ট খুলে পঙ্কজ ভট্টাচার্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসআর/জেডএস