শেখ জামালের জন্মদিনে বায়তুল মোকাররমে দোয়া ও মিলাদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) জুমার নামাজের পর এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন কামাল, মো. মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর ও সদস্য আমিনুল ইসলাম শামীম প্রমুখ।
বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল ২৮ এপ্রিল ১৯৫৪ সালে জন্ম গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবন্দি হন। কিন্তু তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে সক্ষম হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন শেখ জামাল।
বিজ্ঞাপন
এমএসআই/এসএসএইচ/