আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ছাত্রলীগকে বিনয়ী হয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ভোটারকে ভোটকেন্দ্রে আসার অনুরোধ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সালাম জানিয়ে তাদের ভোট প্রার্থনা করতে হবে। একইসঙ্গে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। জনগণের ভালোবাসা, সমর্থন ও ভোট নিয়ে গাজীপুরে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।  

রোববার (৩০ এপ্রিল) বিকেলে গাজীপুর মহানগর শাখা ছাত্রলীগ আয়োজিত বিশেষ কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড (অগ্রদূত)। ছাত্রলীগের নেতা-কর্মীরা যদি মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কেন্দ্রে নিয়ে যান, তাহলে মির্জা ফখরুলরা সবাই মিলেও নৌকার বিজয় আটকাতে পারবে না।’

‘জিয়া থেকে খালেদা জিয়া ২৮ বছর দেশটাকে পরিচালনা করেছিল। তারা দেশটাকে  সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের দেশ হিসেবে গড়ে তুলেছিল। বাংলাদেশকে অকার্যকর করার পরিকল্পনা করেছিল। তারা দেশটাকে খুনিদের রাজ্যে পরিণত করেছিল। সেই জায়গা থেকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাবার মতো শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাশীল দেশে পরিণত করেছে। আইএমএফ প্রধান বলেছেন- শেখ হাসিনার নেতৃত্ব অর্থনীতিতে বাংলাদেশ বিশ্বের মডেল।’

‘যারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না ও নৌকা মার্কার বিরোধীতা করে, তারা আওয়ামী লীগের কর্মী হতে পারে না। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কেউ যেন ভয়-ভীতি দেখাতে না পারে, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে না পারে, নির্বাচনকে যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে- এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগে নাম লেখাবেন আর শেখ হাসিনার সিদ্ধান্তের বিপক্ষে কাজ করবেন, এটা হতে পারে না। যারা আওয়ামী লীগ করে নৌকার বিরুদ্ধে কাজ করবে তাদের রাস্তায় নামতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। 

এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল। আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এমএসআই/কেএ