উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন বিএনপির বৈদেশিক যোগাযোগ কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তাৎক্ষণিকভাবে যেসব স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন তাদের অভিনন্দন জানান আমীর খসরু।

আমীর খসরু বলেন, ১১ লাখ রোহিঙ্গা মিয়ানমারের বৈধ নাগরিক। জোর করে তাদের নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে, যা একটি ক্ষুদ্র জাতিকে নির্মূল করার চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের গ্রহণ করতে মিয়ানমারকে বাধ্য করাই এ সমস্যার সমাধান।

এএইচআর/এসকেডি