নুরদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
ফাইল ছবি
গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়া গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর বনানীতে বিএনপির এক নেতার একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নুরুল হক নুরের দলের তিনজন প্রতিনিধি ও বিএনপির দুইজন প্রতিনিধি অংশ নেন।
বিজ্ঞাপন
বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। বিএনপির পক্ষ থেকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হোসেন অংশ নেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ঢাকা পোস্টকে বলেন, এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেটা রক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম। একসঙ্গে দুপুরের খাবারও খেয়েছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা তাদেরকে বলেছি গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে মাঠে থাকবে। তারাও আমাদের বিষয়ে পজিটিভ। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে-তারা আমাদেরকে কোটা সংস্কার আন্দোলন থেকে দেখে আসছে। কোনো গুজবে তারা কান দিচ্ছে না।
গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদের বেরিয়ে যাওয়া নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলেও তারাও জানিয়েছেন বলে উল্লেখ করে রাশেদ। তিনি বলেন, আর আমরা যে বিএনপিকে না জানিয়ে বেরিয়েছি বিষয়টি এমন নয়। সব বিষয় নিয়ে বৈঠকে আমরা খোলামেলা আলোচনা করেছি।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের লিয়াজোঁ কমিটির সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এএইচআর/জেডএস