চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ১৭ জুন
আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিটি গত ১০ মে ইস্যু করা হলেও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শনিবার রাতে ঢাকা পোস্টকে এ ব্যাপারে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনাদের অবগত করা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশক্রমে আগামী ১৭ জুন (শনিবার) চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমতাবস্থায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ওই নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সুসম্পন্ন করার প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার সাংগঠনিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এমএসআই/এসএম