রাজধানী ঢাকার ৪টি কলেজের ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র সমাজের তরুণ ছাত্র রাজনৈতিক নেতা ও সাধারণ ছাত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য মেলা ‘রাজনৈতিক আলাপ চলবে’।

শুক্রবার (১৯ মে) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে এই তারুণ্যের মেলা শুরু হয়। ইউএসএআইডির অর্থায়নে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত এই তারুণ্যের মেলা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার আরাফাত সিদ্দিক জানান, তারুণ্যের মেলায় ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা সরকারি কলেজের ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন। তার মধ্যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল, জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ- এই তিনটি সংগঠনের ৭৫ জন তরুণ নেতা এবং ৭৫ জন সাধারণ ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য এই তারুণ্য মেলা আয়োজন করা হয়।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ঢাকার সভাপতি তানভীর আহমেদ বলেন, আমাদের এই তারুণ্যের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাতৃত্ব সৃষ্টি করা। যেন রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলেমিশে জনগণের কল্যাণে কাজ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক নুরজাহান আকতার সবুজ। যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর।

এএইচআর/এমজে