চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মে) বিকেলে থানার বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করছিল বিএনপি। তাদের পদযাত্রা বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এছাড়া তাদের মধ্যে কয়েকবার ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে মিছিলটি মুরাদপুরের দিকে চলে যায়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় কারা জড়িত শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমআর/জেডএস