রাজধানীতে মিছিল করবে বিএনপির তিন সংগঠন
ফাইল ছবি (বিএনপির মিছিল)
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে দলটির তিন অঙ্গ সংগঠন।
সোমবার (১২ জুন) বেলা ২ টা থেকে এই মিছিল করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির পক্ষে থেকে বলা হয়, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। মিছিল কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা দিতে ডিএমপি কমিশনারের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির দপ্তর থেকে জানানো হয়, বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ডাকা ‘তারুণ্যের সমাবেশ’ সামনে রেখে প্রচার-প্রচারণার অংশ হিসেবে ১২ জুন রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এএইচআর/এমজে