দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু
বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুর থেকে নগরের কাজির দেউরি মোড়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়ে মিছিলযোগে সমাবেশস্থলে যোগ দেন। এসময় মঞ্চে বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতারা মাইকে বক্তব্য দিতে থাকেন।
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
আরও পড়ুন >>> চকবাজারে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে কাজির দেউরি মোড়ে সার্কিট হাউসের পাদদেশে একটি লরি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশের আশেপাশের বিভিন্ন সড়ক ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। এসব ব্যানারে খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবি রয়েছে। সমাবেশ উপলক্ষ্যে কাজির দেউরি মোড় থেকে লালখান বাজার, নিউমার্কেট, জামালখান মোড় এবং চট্টেশ্বরী মোড়ের দিকে যানচলাচল বন্ধ রয়েছে। সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশে প্রায় ৪০০ এর অধিক ফোর্স মোতায়েন রয়েছে। কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি এবং পুলিশ সবক্ষেত্রে সতর্ক রয়েছে।
জানা গেছে, সরকারবিরোধী আন্দোলনে তরুণদেরও শামিল করতে চট্টগ্রামে এ সমাবেশ করছে বিএনপি। এ উপলক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। চট্টগ্রামের পর পর্যায়ক্রমে আগামী ১৭ জুন বগুড়ায়, ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে, ২২ জুলাই সিলেটে এবং সর্বশেষ ২৯ জুলাই ঢাকায় এ তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমআর/এফকে