আবারও ভাঙনের কবলে বিএনপি ঘরানার ১২ দলীয় জোট
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিলুপ্ত হওয়া বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ১২টি দল মিলে গঠিত হয় ১২ দলীয় জোট। সেই জোট থেকে গত মার্চ মাসে বেরিয়ে যায় লেবার পার্টি। এবার এই জোট থেকে বহিষ্কার করা হয় ক্বারি মো. আবু তাহের ও তার দল এনডিপিকে।
ফলে, দ্বিতীয়বারের মতো ভাঙনের কবলে পড়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই জোটটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ জুন) ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠকে ক্বারি মো. আবু তাহের চলমান আন্দোলন সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য প্রদান করেন। তার প্রেক্ষিতে ১২ দলীয় জোটের এক জরুরি (এনডিপি ব্যতীত ১১ দলের) সভায় ক্বারি মো. আবু তাহের ও তার নেতৃত্বাধীন দল এনডিপিকে সর্বসম্মতিতে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, আজ থেকে ক্বারি মো. আবু তাহের ও তার দল এনডিপির সঙ্গে ১২ দলীয় শরিক দলসমূহের কোনো জোটগত সম্পর্ক থাকবে না।
এএইচআর/এমএ