‘আর নয় প্রতিবাদ, এবার নেব প্রতিশোধ’, ‘বার বার দরকার শেখ হাসিনার সরকার’সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতারা ব্যানার সম্বলিত মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কারো কারো হাতে প্ল্যাকার্ডও রয়েছে। তার মধ্য বেশ কয়েকটি স্লোগান লেখা রয়েছে। সেগুলো হলো, ‘আর নয় প্রতিবাদ, এবার নেব প্রতিশোধ’, ‘বার বার দরকার শেখ হাসিনার সরকার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে যেতে চাই’। এছাড়া প্রতিটি থানার নেতাদের নিজ থানার নামে স্লোগান দিতেও দেখা যায়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এমএসআই/এসএসএইচ/